1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত

কক্সবাজার সিজেএম কোর্টে ই-কজলিস্ট চালু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী |

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ও সিজেএম এর আওতাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমুহে ই-কজলিস্ট অর্থাৎ অনলাইনে দৈনিক কার্যতালিকা চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর থেকে ই-কজলিস্ট চালু করা হয় বলে জানিয়েছেন সিজেএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী। তিনি আরো জানান, প্রায় এক সপ্তাহ আগে থেকে পরীক্ষামূলকভাবে সিজেএম আদালত ও সিজেএম এর আওতাধীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমুহে ই-কজলিস্ট চালু করা হয়। তবে গত ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে চূড়ান্তভাবে ই-কজলিস্ট চালু করা হয়েছে।

কক্সবাজার সিজেএম আদালতের স্টেনো নেছারুল হক জানান, গুগুল থেকে “আপনার আদালত” এ্যাপ চার্জ করে যে কেউ অতি সহজে মামলার বিগত ধার্য তারিখের ফলাফল, সংক্ষিপ্ত আদেশ, পরবর্তী ধার্য তারিখে করনীয় কি, কি কার্যক্রমের জন্য মামলাটি রয়েছে, মামলার পরবর্তী স্টেপ কি নিতে হবে ইত্যাদি জানতে পারবেন।

প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী বলেন, মামলার আপডেট কজলিস্ট ডেইলি অনলাইনে দেওয়ার পাশাপাশি হার্ডকপিও সংশ্লিষ্ট আদালতের নোটিশবোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। যা থেকে অতি সহজে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী, সংশ্লিষ্টরা নিজ নিজ মামলার তথ্য ও করণীয় সম্পর্কে জানতে পারবেন।

তিনি আরো জানান, E-causelist Management System (ECMS) পরিচিতি ও পরিচালনা বিষয়ে কক্সবাজার বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ, বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার, স্টেনো টাইপিস্ট সহ সহায়ক কর্মচারীদের এক ভার্চুয়াল প্রশিক্ষণ গত ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত একটানা ৪ দিন অনুষ্ঠিত হয়েছে। এসপায়ার টু ইনোভেট (এ টু আই) প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টরা সকলে ই-কজলিস্টের বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে বলে মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী জানান।

ই-কজলিস্ট চালু করার বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক বলেন, হাতের লেখা কজলিস্ট থেকে ই-কজলিস্ট চালু একটা যুগান্তকারী বিষয়। স্মার্ট অধ্যায়ের সূচনা। বিচার ব্যবস্থায় নতুনত্ব। অ্যাডভোকেট তারেক বলেন, ই-কজলিস্টের মাধ্যমে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী সহ সংশ্লিষ্ট সকলে সহজে মামলার অগ্রগতি সহ আপডেট সকল তথ্য জানতে পারবেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু বলেন, বিচারের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকলকে হাতের লেখা কজলিস্ট নিয়ে বিড়ম্বনা পোহাতে হতো, অনলাইনে চালু করা ই-কজলিস্ট সেই বিড়ম্বনা মুক্ত করেছে। অনলাইনে কজলিস্ট স্মার্ট যুগের স্মার্ট কার্যক্রম উল্লেখ করে ই-কজলিস্ট মামলার বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু মন্তব্য করেন। তথ্য প্রযুক্তির সংযোজন বিচার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-২ এর একজন বিচারপ্রার্থী ফরিদা আকতার বলেন, আগে আইনজীবী সহকারী থেকে মামলার পূর্ববর্তী ধার্য তারিখের কয়েকদিন পর পরবর্তী ধার্য তারিখ জেনে নিতে হতো। এখন ই-কজলিস্ট হওয়ায় ঘরে বসেই সহজে মামলার পরবর্তী ধার্য তারিখ, পূর্ববর্তী ধার্য তারিখের ফলাফল, সংক্ষিপ্ত আদেশ, পরবর্তী ধার্য তারিখে করণীয় সম্পর্কে জানতে পেরেছেন বলে তিনি জানান। এতে ফরিদা আকতার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিচারপ্রার্থীদের ই-কজলিস্ট মামলার অযথা ভোগান্তি লাঘবে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট