কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড কর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সকালে সৈকতের লাবণী পয়েন্টের ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া জানান, নিহতরা হলেন- নাটোরের বনপাড়া থেকে বেড়াতে আসা আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।
তিনি আরও জানান, সকালে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করে, পরে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা মিলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত