রামু প্রতিনিধি |
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ। বুধবার (৬ জুলাই) গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সাহাবুদ্দিন (৩০), সে পশ্চিম ফাক্রিকাটা আবু তালেবের ছেলে। অপর আসামি আবদুর রহিম( ৩৫), সেও পশ্চিম ফাক্রিকাটার গোলাম শরীফের ছেলে। তৃতীয় আসামি পলাতক, তার নাম পাওয়া যায়নি।
সূত্র জানায়, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতত্বে পুলিশ দল অভিযানে নামে বুধবার রাত ১১ টার দিকে। এক পর্যায়ে তারা সন্ধান পান ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ আসামির। এদের মধ্যে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সম্ভব হলেও অন্ধকার ও জঙ্গলাকীর্ণ পথ দিয়ে তৃতীয় জন দ্রুত পালিয়ে যায়।
রামু থানার অফিসার ইনচার্জ আনোরুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি চোরাচালান, ইয়াবা, মাদক ও সকল অপরাধ দমনে সচেষ্ট রয়েছে রামু থানা পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার রাতের এ অভিযান। ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত