চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,ফাঁসিয়খালী রেঞ্জের,কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটাকালে ২জন গাছ চোরকে আটক করেন সংশ্লিষ্ট বনবিভাগ।
বুধবার (১৮ অক্টোবর) দিনের বেলায় কাকারা শাহমুনগর,ধইন্নাঘোনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করছেন ফাঁসিয়াখালী রেঞ্জ-কর্মকর্তা মোঃ মেহরাজ উদ্দিন।তিনি জানান- রেঞ্জাধিন কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের শাহমুনগর, ধইন্নাঘোনা নামক এলাকায় গাছ কাটার গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা মোশারফ হোসেন এর বিট কর্মকর্তা নেতৃত্বে অভিযান পরিচালানা করেন।এসময় মো: আজিম (৩৮) ও মো: মনির হোসেন(৩৫) নামে ২ জন আসামীকে হাতেনাতে আটক করা সহ গাছ কাটার সরঞ্জামাদি জব্দ করেন।পরে পিওআর বন মামলা দায়ের করে আসামীকে চকরিয়া আদালতে সোর্পদ্দ করা হয়েছে।