রাঙ্গামাটি প্রতিনিধি |
রাঙামাটি কাপ্তাই চিৎমরমে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন ১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান বিতরণ করেছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চিৎমরম স্কুল কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম করা হয়। স্বপ্নচূড়া ফাউন্ডেশন সভাপতি সোহেল আরাফাত জানান, অসহায় মানুষদের হাসি ফুটাতে পবিত্র রমজান মাসে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান প্রজেক্টে ২০টি পরিবারে বিক্রয় করা হলো ১ টাকায় হ্যাপিনেস ফর রমাদান প্রজেক্টর সামগ্রী।
নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাত। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চিৎমরম বাজার মসজিদ কমিটির ক্যাশিয়ার দিদারুল ইসলাম, মসজিদের ইমাম মো. রফিক উল্ল্যা ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সকল সদস্য।