সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে আরও একটি মামলা হয়েছে। রোববার (১৮ আগস্ট) রাতে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা সদরের ভুয়াছড়ি এলাকার ইউনিয়ন যুবদলের এক নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামি গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে মামলার বাদীর বাড়িতে ঢুকে অভিযুক্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনটি মামলায় করা হয়েছে। মামলায় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ প্রায় ১২শ আওয়ামী লীগের নেতাকর্মী আসামি করা হয়েছে।
এর আগে, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি সদর থানায় এবং ৪ আগস্ট কলাবাগানে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীকে আসামি করে উক্ত মামলায়।
এ ছাড়া জেলার রামগড় থানায় আরও একটি মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত