কুতুবদিয়া প্রতিনিধি |
কক্সবাজারের কুতুবদিয়ায় এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালীর বিরুদ্ধে থানায় মামলা করেছে এক মৎস্যজীবী। শনিবার রাতে লেমশীখালী মতিরবাপের পাড়ার মো. বাপ্পি মামলাটি করে। মামলার এজাহারে জানা যায়, মো. বাপ্পি বাড়ি পাশে পিলটকাটা খালে সেতুর পাশে জাল বসিয়ে মাছ শিকার করত। একই জায়গায় আরো একাধিক ব্যক্তি জাল বসায়। জালে মাছ কম-বেশির সূত্রধরে গ্রুপিং সৃষ্টির ফলে বিভিন্ন সময় মামলায় জড়ানোর হুমকি দিতে থাকে প্রতিপক্ষরা।
গত ২২ আগস্ট রাতে সেতুর পাশে বাপ্পিকে এনসিপি নেতাসহ মো. রুবেল (৩৫), আরফাত (২৩), পারভেজ (২৫) ও নুরুল হুদা (৪৫) ব্যাপক মারধর করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে ভিকটিমকে।
পরদিন থানায় এনসিপি কুতুবদিয়া শাখার যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালী (২৮)সহ ৫ জনকে আসামী করে থানায় এজাহার দিলে প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। পরে রাতে মামলা রুজু করা হয়।
থানার ওসি মো: আরমান হোসেন বলেন, মৎস্যজীবী মো. বাপ্পির দায়েরকৃত মামলাটি রুজু হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।