কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আশেক উল্লাহ রফিক এমপি’র নৌকার সমর্থনে পথসভাটি জনসভায় পরিণত হয় কুতুবদিয়া ধুরুং হাইস্কুল এন্ড কলেজ স্টেডিয়াম। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনজুর আলম সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক পৌরসভার মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির মাঝে বক্তব্য রাখেন কানিজ ফাতেমা মোস্তাক এমপি, নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি সহ জেলা,উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
নৌকার সমর্থনে সভাটিতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের ঢল নেমেছে বলে বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু জানান।
বিশাল সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত