কুতুবদিয়া প্রতিনিধি |
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ মিয়ার পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। মাইমুনা আক্তার বড়ঘোপ মিয়ার পাড়ার বাসিন্দা মো. ফারুকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে মাইমুনা আক্তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুরে থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত