কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব দাশ (১৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নিজ বাড়িতে সুইচ বন্ধ না করে বিদ্যুৎবাল্ব লাগাতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। সে উপজেলার বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকা জেলে পাড়ার শীতল দাশের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দ্বীপ-উপজেলায় জাতীয় গ্রিডলাইন বিদ্যুতায়নের প্রায় আড়াই মাসের মাথায় এই সর্বপ্রথম মৃত্যুর শিকার ‘নিরব’ কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখার ৮ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।