কুতুবদিয়ায় পারিবারিক কলহের জেরে ব্যাটারীর পরিত্যক্ত পানি পান করায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো: রাশেদ (মানিক) এর বাড়িতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সমাজসেবক লিয়াকত আলী ও মানিকের মা ছমুদা বেগম জানান, বছর দুয়েক আগে বিয়ে হওয়া ওই গ্রামের মানিক ও স্ত্রী নয়নমনির সাথে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো। স্ত্রীর মোবাইল ব্যবহার করা নিয়ে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় নয়নমনি সৌর বিদ্যুতের বদলানো পরিত্যক্ত ব্যাটারীর পানি প্রথমে ১০ মাস বয়সী শিশু কন্যা মেহের মনিকে পান করিয়ে নিজেও পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে প্রতিবেশীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডা: সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত ১১টার দিকে নয়নমনি (২০) ও শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়।
স্থানীয় ইউ পি সদস্য ছাবের আহমদ বলেন, মা-শিশুর মৃত্যুর বিষয়টি তিনি থানার ওসিকে অবহিত করেছেন। মেয়ের পিতা মামলার করবেন বলে চট্টগ্রাম থেকে লাশ দু‘টি নিতে জাননি বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত