কুতুবদিয়া প্রতিনিধি |
কুতুবদিয়ায় লবণের মাহেন্দ্র ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২ মে) লেমশীখালী বিসিক বেড়িবাধেঁ এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম গোলাম মোহাম্মদ নাঈম(৩২)। নিহত চালক গোলাম মোহাম্মদ সায়েম কৈয়ারবিল পূর্ব সিকদার পাড়ার মৃত মোহাম্মদ জমিরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আলম জানান, ট্রাকে লবণ লোড করতে গিয়ে লেমশীখালী বিসিক বেড়িবাঁধে সকাল ১১টার দিকে চালক গোলাম মোহাম্মদ নাঈম(৩২) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় চালকসহ হেলপার মোহাম্মদ ইউনূছ(২২) গুরুতর আহত হলে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম নেয়ার পথেই চালক মারা যায়। হেলপারকে হাসপাতালে নেয়া হয়েছে।