কুতুবদিয়ায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ ফসিউল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত শনিবার (১৯ মে) দিনগত রাতে দক্ষিণ ধুরুং আশা হাজির পাড়ায় দু’পক্ষের সংঘর্ষে তিনি মারাত্মক জখম হন। এ সময় মৃত ফসিউল্লার ভাই শফি উল্লাহ জানান, গত শুক্রবার রাতে তাদের বাড়ির সাথে জমিতে আব্দুল খালেক গংরা জোরপূর্বক ঘর নির্মাণ করে দলবল নিয়ে। তারা বাধা দিলে তাদের উপর হামলা চালায় দা, ছুরি, লোহার রড নিয়ে।
এছাড়া তার বড় ভাই ফসিউল্লা (৭০), ছেলে রেজাউল করিম (৩৮), ভাইয়ের স্ত্রী ছেনুয়ারা (৫০) গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সবাইকে রেফার করেন চিকিৎসক। ৫ দিন চিকিৎসার পর বিকাল সাড়ে ৩টার দিকে ফসিউল্লাহ মারা যান।
থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, হামলায় আহত বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন। বাদী পক্ষ এজাহার দিলে তা গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ঘটনার রাতে নিহত বৃদ্ধের পক্ষে ৯৯৯ এ কল করলে পুলিশ গেলেও পুলিশের ওপর হামলার আশংকায় ঘটনাস্থলে পুলিশ যেতে পারেনি বলে পুলিশ অফিসার হানিফ জানান।