খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর সূত্র জানায়, শনিবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোছড়ার ইউনিয়নের কুকিপড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা(৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা(১৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর জোনের একটি টহলদল এ অভিযান পরিচালনা করেন। পরে আটককৃত সন্ত্রাসীদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত