খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন মসজিদ মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাজারের একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ১২টি দোকান পুড়ে গেছে বলে জানতে পেরেছি। এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস টার্মিনাল বাজারে আগুন লেগে ৬০টি দোকান পুড়ে যায়।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ