খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ির জিরোমাইল ২০ নম্বর এলাকায় বিকল গাড়ি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপায় আব্দুল্লাহ (২৬) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন। তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে আম নিয়ে রওনা করার পর জিরোমাইল এলাকায় আম বোঝাই মিনি ট্রাকটি বিকল হয়ে পড়েছিল। মিনি ট্রাকটি ঠিক করতে মেকানিক আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয় এবং মেরামত কাজ চলাকালে চট্টগ্রাম থেকে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেকানিককে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত