খাগড়াছড়ি জেলারলক্ষ্মীছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় পুলিশ ধর্ষক মোঃ মাফিজুল ইসলাম ও আবু তালের গাজীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জনৈকা কিশোরী (১৮) ছড়ায় গোসল করতে যায়। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যাক্রমে ধর্ষন করে ও মোবাইলে ভিডিও ধারণ করে। পরে এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২),পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২মামলা দায়ের করেন।
লক্ষ্মীছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মু: খালেদ হোসেন জানায়, মামলার দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মোঃ মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজী (২৮)-কে আটক করা হয়। ধর্ষিতা কিশোরী গ্রেফতারকৃত আসামীদের সনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরাও তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত