খাগড়াছড়ি প্রতিনিধি |
নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিতমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মুক্তা ধর, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. কামরুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পরপরেই টাউন হলের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা
এ দিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান।
সকাল থেকে ১২ শতাধিক অসহায় ও হতদরিদ্র পাহাড়ি এবং বাঙালি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত