খাগড়াছড়িতে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের বাজারে বিভিন্ন দোকানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৫টি দোকানে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে একশো কেজি পলিথিন। অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।
অভিযানের বিষয়ে পরবিশে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশারাফ উদ্দিন জানান, পলিথিন দূষণ রোধ ও ব্যবহার কমাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী পরিচালক।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত