পাহাড়ের কথা ডেস্ক ।
খাগড়াছড়িতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে রোববার ভোর থেকে গুইমারা-মহালছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টিতে রোববার ভোরে জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খী মুড়া এলাকায় পাহাড় ধসে সড়কের ওপরে পরে। এতে গুইমারা উপজেলার সাথে মহালছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ‘পুলিশ ও উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় মাটি অপসারণের কাজ চলছে।’ সূত্র-দৈনিক বাংলা