প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে বাবা-মাকে কুপিয়ে জখম, ছেলে আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্পত্তির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। রাতে আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত মা-বাবাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, নেশা করতে বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সাথে আবুল কালামের দ্বন্দ্ব। তার জেরে এই ঘটনা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত