খাগড়াছড়ি প্রতিনিধি |
দেশের প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন, সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। শনিবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ “ন্যায়কুঞ্জ”বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়। এ সময় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফাাংক সুজন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: নাইমুল হক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাসহ বিজ্ঞ বিচারক ও আইনজীবিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তর ৪৮ লাখ টাকা ব্যায়ে এ বিশ্রামাগারটি আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পূর্ণ ভাবে এ নির্মান কাজ শেষ করে দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত