খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়িতে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) বিকালে বিএনপির নেতাকর্মীরা শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল নিয়ে শহরের দিকে যেতে চাইলে আদালত সড়র এলাকায় পুলিশের বাঁধার মুখে পাড়লে সেখানে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছে। এ ধরনের সাজা দিয়ে ও বিএনপির নেতাকর্মীদের জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিজয় অর্জন ছাড়া আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, জেলা যুবদলে যুগ্ম সাধারন সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত