খাগড়াছড়ি প্রতিনিধি |
বাংলাদেশ আওয়ামী যুবলীগের খাগড়াছড়ি জেলার শাখার আয়োজনে যুব লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উৎসব মুখোর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন-অনুষ্ঠানের সভাপতি খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন।
এসময় খাগড়াছড়ি সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রব সোহেল, অর্থ সম্পাদক আ. রাজ্জাক, সহ অর্থ সম্পাদক ফরিদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক লুৎফর রহমান বাবু, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক লিটন ভট্টাচার্য রানা, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের কাছে সরকারের উন্নয়ন-সমৃদ্ধি তুলে ধরে জয়ের পথকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান দলীয় নেতারা।