মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি-
ঘন কুয়াশার চাদরে ঢাকা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে বিপরীত মুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. শহিদুল আলম (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের মো. বাবর আলীর পুত্র। মোটরসাইকেলে থাকা অপর আহত যুবক মো.ইমতিয়াজ উদ্দিন দুর্জয় (২৫) মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ডা. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে গুইমারা থানাধীন হওয়ায় বিষয়টি ওই পুলিশকে অবহিত করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত