খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি জোন কর্তৃক ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) নামক ইউপিডিএফ (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মহন চাকমার ছেলে। মঙ্গলবার (২ মে) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর একটি টহল দল সে সন্ত্রাসীকে আটক করে। এ সময় তার কাছে থেকে একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও ২ রাউন্ড এ্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা পাওয়া যায় ।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র অইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত