খাগড়াছড়ি প্রতিনিধি |
প্রানের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের উদ্যোগে ২’শত এতিম,অসহায়, দুস্থ নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরস্থ কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন কাউন্টারের হল রুমে এ ঈদ উপহার (ঈদ বস্ত্র) বিতরণ করা হয়।
এ সময় প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের প্রধান এডমিন মো. মেহেদী হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামলী এসপি’র জিএম সেলিম সিকদার।
এ ঈদ বস্ত্র বিতরনকালে অতিথিরা বলেন, বস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। এ কার্যক্রমে সহায়তা দানকারী ও মহতি কাজের উদ্যোগ গ্রহণকারী প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের সকল সদস্যদের ধন্যবাদ জানান। তারা অসহায় মানুষের পাশে গরীব, দুঃখীদের দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ ঈদ উপহার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া।এছাড়াও প্রাণের প্রিয় খাগড়াছড়ব গ্রুপের অন্যান্য সদস্য ও খাগড়াছড়িরশ্যামলী পরিবহনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।