খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের প্রাঙ্গণে এ আর্থিক অনুদান বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।
এ সময় চিকিৎসার জন্য ৬ জন অস্বচ্ছল রোগী, ২টি মানবিক সংগঠন এবং ১৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সহায়তা বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসানসহ সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত