খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ৪ দিনব্যাপি বৈসু,সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ-১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বৈসাবিন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, কেএনএসআই’র নির্বাহী সদস্য বাঁশরি মারমা প্রমুখ।
বৈসাবিন মেলা ৪ দিনের অনুষ্ঠান সূচিসমূহ:
চার দিনব্যাপি বৈসু উৎসবে শুক্রবার ৭ এপ্রিল বিকালের দিকে শিশুদের চিত্রাঙ্কন, বেইন বুনন, পাজন রান্না, পানি খেলা প্রতিযোগিতা ও গরিয়া নৃত্য অনুষ্ঠিত হয়। পরে বৈসু-সাংগ্রাই-বিঝু মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও ত্রিপুরা চাকমা, সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাকমা লোককাহিনী অবলম্বনে নির্মিত গীতি- নৃত্য-নাট্য “রাধামন ধনপুদি”মঞ্চায়িত করা হয়।
মেলার ২য় দিন: শনিবার ৮ এপ্রিল বিকাল থেকে বৈসু-সাংগ্রাই-বিঝু’র অতীত ও বর্তমান নিয়ে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ত্রিপুরা সম্প্রদায়ের জনপ্রিয় লোককাহিনী অবলম্বনে নাটক ও চামেলী ত্রিপুরা’র নির্দেশনায় “খেলাংবার” মঞ্চায়িত হবে।
মেলার তৃতীয় দিন: রবিবার ৯ এপ্রিল বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিশিষ্ট লেখক ও গবেষক অশোক কুমার দেওয়ানের স্মরণে আলোচনা সভা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মারমা ব্যান্ড ‘চেঙ্গী’ ও চাকমা ব্যান্ড সঙ্গীত পরিবেশনায় ‘প্রহর ব্যান্ড’ পরিবেশিত হবে।
মেলার চতুর্থ দিন: সোমবার ১০ এপ্রিল সোমবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত সাড়ে ৮টার দিকে বিখ্যাত নাট্যকার শেক্সপীয়রের মার্চেন অব ভেনিস অবলম্বনে চাকমা ভাষায় রচিত নাটক “মার্চেন্ট অব ভেনিস” মঞ্চায়িত হবে। এতে নিদের্শনায় থাকবেন ঝিমিত ঝিমিত চাকমা এবং লাব্ৰিচাই মারমা।