জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রেজাউল করিম (৪০) সহ বিভিন্ন মামলা পলাতক আরো তিন আসামীকে গ্রেপ্তার করেছন থানা পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার খুটখালী ইউনিয়নের সেগুনবাগিচা বাগাইন্যাপাড়া রিজার্ভ ফরেস্ট,শুক্রবার দিনে ডুলাহাজারা বাজার থেকে একজন ও একইদিন খুটাখালীর গর্জনতলী-নতুন মসজিদ এলাকা থেকে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,রেজউল করিম,উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত শফি আলমের ছেলে,আতুল হোসেন,একই ওয়ার্ডের কালাপাড়া এলাকার আবু শরীফ,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার নুরুল হুদার ছেলে আনোয়ার হোসেন ও নুরুল আলমের ছেলে নুরুল বশর।
থানা সূত্রে জানা যায়,এসআই ফোরকান রেজাউলকে আটক করেছেন।তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।তৎমধ্যে ২টি মামলায় সাজা ও ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।এসআই ফোরকান ও এএসআই শরীফ মিলে ডুলাহাজারা বাজার থেকে আতুল হোসেনকে ও গরু চুরি অপরাধে এসআই মানিক কুমার নতুন মসজিদ এলাকা থেকে আনোয়ার হোসেন ও আবুল বশরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।ধৃতদের বিরুদ্ধে থানা ও আদালতে বিভিন্ন মামলা রয়েছেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন,গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত রেজাউলকে আদালতে সোপর্দ্দ করা হয়।বাকী ধৃতদেরকে শনিবারের আদালতে সোপর্দ্দ করা হব।সকলের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।তবে কার কয়েকটি মামলা আছে,তা কথিয়ে দেখে সঠিক করে বলা যাবে।