কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার সদরের খুরুশ্কুলের মামুন পাড়ার সমাজ কমিটি গঠন করা হয়েছে। এলাকার সার্বিক প্রস্তুতি উন্নয়ন, মাদক ও সন্ত্রাস সহ অপরাধ প্রবণতা রোধ করতে এই সমাজ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টা শাহজাহান ছিদ্দিক চেয়ারম্যান খুরুশকুল
কমিটিতে উপদেষ্টা হিসাবে আরো আছেন সেলিম উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আজিজুল হক মেম্বার, ইছহাক কোম্পানি, অধ্যাপক আমান উল্লাহ, অধ্যাপক নাছির উদ্দীনে, ইসমাইল হোসেন, বেদারুল ইসলাম, লোকমান হাকিম, সিরাজুল হক সর্দার, মৌলানা জামাল উদ্দিন, মৌলানা জহির উদ্দিন এবং হাফেজ একরাম হোসেন। কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সদস্য ও প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এলাকার আইন- শৃঙ্খলা রক্ষা, বখাটে ও ইভটিজিং, মদ-জুয়া বন্ধ, অন্যায়ের প্রতিরোধ এবং গরিবদের সহযোগিতাই হবে এই কমিটির কাজ।