গুইমারা প্রতিনিধি |
খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গম এলাকার ৫ শতাধিক হত-দরিদ্র পরিবার মাত্র ১০ টাকায় পেল নিত্যপ্রয়োজনীয় বাজার। এর মধ্যে ছিল আটা, সুজি, তেল, চাল, ডাল, নুডুলস, মাছ, মুরগি, চিনি, পেয়াজ, লবণসহ সবজি বাজার। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ১০ টাকার এ বাজার।
এসময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত