কেক কাটা ও প্রীতিভোজসহ নানা আয়োজনে পালিত হলো আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তর ছিলো সাজ সাজ রব।
সোমবার (৫ জুন) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুনের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।
এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সকল জোন কমান্ডার ও বিজিবিসহ বেসামরিক ঊচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সাংবাদিক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।