1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

গোমদণ্ডী স্টেশনের পাশে অবৈধভাবে ভরাট করা হচ্ছে রেলওয়ের জায়গা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম-দোহাজারী রুটের গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের পাশে তুলাতল এলাকায় অবৈধভাবে রেলওয়ের জায়গা বালি দিয়ে ভরাট করা হচ্ছে। প্রায় ৫২ শতক আয়তনের জমিটি ভরাটের পর নির্মাণ করা হবে দুই শতাধিক দোকান।

জানা গেছে, বাজার বসানোর জন্য ওই জমিতে নির্মাণ করা হবে দোকান। সেই লক্ষ্যে গত কয়েকদিন ধরে ট্রাকে করে বালি ফেলে ভরাট করা হচ্ছে। গত আগস্ট মাসে গোমদণ্ডী স্টেশন মাস্টারসহ সকল লোকবল সরিয়ে নিয়েছে রেলওয়ে। ফলে লোকবল শূন্য রয়েছে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন। এই সুযোগে একটি সিন্ডিকেট বালি ফেলে ভরাট করছে রেলওয়ের জমি। গত ২৩ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের তিন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। যদিও তারা সিভিল পোশাকে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, গোমদণ্ডী স্টেশনে যাতায়াতের জন্য এক সময় ওই জায়গা দিয়ে রাস্তা ছিল। রাস্তাটি কালক্রমে পরিত্যক্ত হয়ে পড়ে। গোমদণ্ডী স্টেশনে যাতায়াতের জন্য এই জায়গা দিয়ে নতুন করে রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে রেলওয়ের।

স্থানীয়রা জানান, একটি চক্র জমিটি ভরাট করছে বাজার করার কথা বলে। মূলত এর আড়ালে জায়গা দখলের পাঁয়তারা চলছে। অনেকেই এই জায়গায় দোকান নিতে আগ্রহ প্রকাশ করছেন। দোকান নিতে আগ্রহী স্থানীয় মোকতেয়ার নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বেশ কয়েকজনে মিলে জায়গাটি ভরাট করছে। শুনেছি ওই জায়গায় প্রায় দুইশত দোকান নির্মাণ হবে। প্রতিটি দোকানের মূল্য লাখ টাকার ওপরে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ফিল্ড কানুনগো সোলাইমান হোসাইন জানান, তাদের কাগজপত্র আছে কি না জানি না। তবে অবৈধভাবে রেলওয়ের জমি ভরাট করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, কারা কি উদ্দেশ্যে জায়গাটি ভরাট করছে খোঁজ নেওয়া হচ্ছে। অবৈধ হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  সূত্র- দৈনিক  পূর্বকোণ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট