নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের অটোরিকশা চালক জুহুর আলম হত্যাকাণ্ডের ১নং আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার (১৪ জুন) ২টার দিকে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ফোর্সের সহযোগিতায় বান্দরবান সদর থানাধীন বালাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউপির জলপাইতলী গ্রামের অটোরিকশা চালক জুহুরুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মো. রায়হান প্রকাশ বাবলু(২০)কে আটক করতে সক্ষম হয়।
জুহুর আলম হত্যা মামলার ১১জন আসামিদের মধ্যে এপর্যন্ত ৫ জন আটক করেছে এবং বাকি ৬ জন আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম।
উল্লেখ্য, গত ১৩ মে ঘুমধুমের জলপাইতলী জুহুর আলম হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১১ জনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত