সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ৩৪বিজিবি কর্তৃক চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) ৫টায় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ঘুমধুম ইউনিয়ন পরিষদের হল রুমে কক্সবাজার ৩৪বিজিবি কর্তৃক আয়োজিত চোরাচালান ও আইন শৃঙ্খলা বিষয়ক জনচেতনতামূলক মতবিনিময় সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতারী সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.সাইফুল ইসলাম চৌধুরী,মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি,সহকারী পরিচালক এডি শফিকুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা,স্থানীয় মেম্বার এবং কারবারি,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদ কর্মী। উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান, অধিনায়ক,মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভা শেষে ৩৪বিজিবির স্থানীয় গরীব ও দুস্থদের জনসাধারণের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩০০প্যাকেট, ইফতার সামগ্রী বিতরণ করে। উক্ত ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় গরীব ও দুঃখীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত