1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক

ঘূর্ণিঝড় মোখা : কর্ণফুলীতে ১৮ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, খোলা হয়েছে কন্ট্রোল রুম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রামের কর্ণফুলীতে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম। কেন্দ্র অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসারও।

তথ্যমতে, উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বর হলো ০১৮৬৬-২৮৩৮১৫। যে কোন জরুরি প্রয়োজনে সেবা পেতে উক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে আশ্রয়কেন্দ্রগুলো হলো-চরলক্ষ্যা ইউনিয়নের পশ্চিম চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোনাকি স্কুল ও পশ্চিম চরলক্ষ্যা মৌলভী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপরের ৪টি আশ্রয় কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে কর্ণফুলী জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন রাসেলকে যার মোবাইল নাম্বার ০১৭৫৯- ৪৬৪৩২৭।

চরপাথরঘাটা ইউনিয়নের ৪ টি আশ্রয়কেন্দ্র গুলো হচ্ছে-ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোয়াজনগর আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এন এম সাফা ফোরকানিয়া মাদ্রাসা। এতে ট্যাগ অফিসার হলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বিজেন ধর৷ যার মোবাইল নাম্বার – ০১৮১৬-৫৫৫৩৬৬।জুলধা ইউনিয়নের ৫টি আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছে-পশ্চিম জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুলধা শাহমিরপুর উচ্চ বিদ্যালয়, জুলধা ইউনিয়ন পরিষদ, ডাঙ্গারচর রাহমানিয়া উচ্চ বিদ্যালয়, এবং ডাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পাঁচটি আশ্রয় কেন্দ্রের ট্যাগ অফিসার হলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আলমগীর। যার মোবাইল নাম্বার – ০১৮১৯- ৮৩০৬২১।
এদিকে, বড়উঠানে শুধু একটি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে যেটি শীতল ঝর্না সুন্নিয়া মাদ্রাসা। এতে ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সহকারী প.প সুমিত কুমার ভট্টাচার্য দায়িত্ব পালন করবেন। যার মোবাইল নাম্বার – ০১৮১৬- ৮৩০৩০৬।

এবং শিকলবাহা ইউনিয়নে ৪ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছে – উত্তর শিকলবাহা আহাছানিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকলবাহা ইউনিয়ন পরিষদ ও দ্বীপ কালার মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজসেবা অফিসার সবুর আলী। যার মোবাইল নম্বর -০১৭৩৫-৯৭২৭৮৭।ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, ‘ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনও তথ্য জানতে বা সহায়তার জন্য কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। আপনাদের সহযোগিতার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনীও দ্রুত সাড়া দিতে প্রস্তুত।’
তিনি আরও জানান, কর্ণফুলীতে পাঁচ ইউনিয়নে স্থায়ী ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যে কোনও পদক্ষেপ নেওয়া হবে।

নাগরিকদের মাঝে সচেতনতা তৈরিতে প্রতিটি এলাকায় মাইকিং করার পাশাপাশি মেডিক্যাল টিম, ভলান্টিয়ার ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় যানবাহন প্রস্তুতি রাখা হয়েছে।এদিকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট