চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশার নিচে চাপা পড়ে আনিসুল মোস্তফা (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনিসুল মোস্তফা উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রহিম উল্লাহর ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি অজ্ঞাত গাড়ি। এ সময় সিএনজি অটোরিকশা যাত্রী আনিসুল মোস্তফা সড়কে পড়ে গিয়ে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত