প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
চকরিয়ায় অপহৃত শিশু উদ্ধার: অপহরণকারী আটক
চকরিয়া প্রতিনিধি |
চকরিয়া উপজেলার হারবাং থেকে আব্দুল আউয়াল(৬) নামে এক শিশু শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটেছে। এঘটনায় অপহরনকারী চক্রের সদস্য মোহাম্মদ সায়েম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশুও উদ্ধার হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় অপহরণ হওয়া শিশুটিকে পুলিশের চৌকস অভিযানে বিকাল ৪ টায় চকরিয়া থানা পুলিশ উদ্ধার করে। অপহৃত স্কুলছাত্র আব্দুল আউয়াল উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নোনাছড়ি এলাকার মো: ইদ্রিছের ছেলে। এঘটনায় অপহৃত শিশু আব্দুল আউয়ালের পিতা মো: ইদ্রিছ বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। অপহরণকারী মোহাম্মদ মিনহাজ উদ্দিন (প্র:) সায়েম উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর পূর্ব নুনাছড়ি একই এলাকার ওসমান গণি’র ছেলে। পুলিশের প্রেস ব্রিফিং এ জানা যায়,রবিবার স্কুলছাত্র আব্দুল আউয়াল তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় সকালে সাড়ে নয়টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়া এলাকা থেকে নাস্তার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্র আব্দুল আউয়াল কে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্র: সায়েম। অপহরণ করে স্কুলছাত্র আব্দুল আউয়ালের পিতার মুঠোফোনে কল করে অপহরণকারী মুক্তিপণ দাবি করে। এতে তিনি ৯৯৯ এ কল করে মুক্তিপণের বিষয়ে অবগত করে। পুলিশের চৌকস টিম বিকাল ৪ টায় অপহৃত আব্দুল আউয়াল কে উদ্ধার করে অপহরণকারী সায়েম কে আটক করেন। এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন;অপহৃত শিশু উদ্ধার পূর্বক অপহরণকারী একজনকে আটক করি।পরে অপহৃত শিশুর পিতার দায়েরকৃত মামলাতে ধৃতকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত