কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ নরুল আলম (৫২) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ভোররাতে পুলিশের একটি টিম উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈনাম্মারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার নুরুল আলম ওই এলাকার আবদুল বসুর ছেলে ও অস্ত্র বানানোর কারিগর বলে জানা গেছে। চকরিয়া থানা পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ভোররাতে চকরিয়া থানার ওসির নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন এবং নরুল আলম (৫২) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে হাতে নাতে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত নুরুল আলম একজন পেশাদার অস্ত্র বানানোর কারিগর। তিনি আরও বলেন, আটক নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরি বন্দুকের কাখানা গড়ে তুলেন। এখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।