জিয়াউল হক জিয়া,স্টাফ রিপোর্টারঃ
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানের আলোকে সমগ্র দেশের ন্যায় যথাযথ মর্যাদায় চকরিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে দিবসটি উদযাপন করা হয়েছে।
শনিবার(৪ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে বর্ণাঢ্য র্যালি পরে থানা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার ( কক্সবাজার) ১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
প্রধান অতিথির বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালা থাকায় এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়।এছাড়াও সমাজের ছোট-বড় অসংগতি কর্মকাণ্ড পুলিশ জানতে পারে।জোয়া,মাদক নির্মুল,চুরি,ডাকাতি,বাল্য বিয়ে,ইভটিজিং বিষয় দ্রুত পুলিশ জানতে পারে। পাশাপাশি বর্তমান বিরোধী দলের জ¦লাও পোড়াও এবং ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধেও সজাগ থাকা সহ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম গতিশীল করার অনুরোধ করেন তিনি।
সভায় কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় থানার এসআই কামরুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে আইজিপি প্রদত্ব ক্রেস্ট প্রদান করা হয়।সভায় চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রাহত-উজ-জামান, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক একেএম শাহাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত