লামা প্রতিনিধি |
জমি দখলে বাধা দেওয়ায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন কর্তৃক আসমাউল হোসনা মুন্নি (২২) নামের এক গৃহবধূকে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের হাজম পাড়ার বাসিন্দা মৃত খুইল্লা মিয়ার ছেলে আবদুল কুদ্দুস (৫৫) নেতৃত্বে গৃহবধূকে মারধর করা হয় বলে দাবী করা হয়েছে। এমনকি বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন প্রতিপক্ষ। নির্যাতনের শিকার আসমাউল হোসনা মুন্নি কোথাও বিচার না পেয়ে শুক্রবার সকালে লামা প্রেসক্লাবে সাংবাদিকদের এসব অভিযোগ করেন।
স্থানীয় সূত্র জানায়, আবদুল কুদ্দুসের জমির পাশে গৃহবধূ আসমাউল হোসনা মুন্নিরও কিছু জমি রয়েছে। তারা উভয়ে হাজম পাড়ার বাসিন্দাও বটে। গত বুধবার বিকেলে আবদুল কুদ্দুস নিজ জমির সীমানা অতিক্রম করে পাশের আসমাউল হোসনা মুন্নির জমি দখলের চেষ্টা করেন। এ সময় আসমাউল হোসনা মুন্নি জমি জবর দখলে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে আবদুল কুদ্দুস সহ আরও দুই জন মিলে তাৎক্ষনিক আসমাউল হোসনা মুন্নিকে বেঁধে মারধর করেন। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা আসমাউল হোসনা মুন্নি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুল কুদ্দুস বলেন, আমি মুন্নির জমি দখলের চেষ্টা কিংবা মারধর করিনি। জমি নিয়ে শুধু মাত্র দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়েছে মাত্র।
এ বিষয়ে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুরুল কাদের বলেন, জমি নিয়ে আসমাউল হোসনা মুন্নিকে মারধর নয়, দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় গৃহবধূ আসমাউল হোসনা মুন্নি পরিষদে লিখিত অভিযোগ করেছেন। উভয় পক্ষকে ডেকে ঘটনাটি মিমাংসা করে দেওয়া হবে।