জিয়াউল হক জিয়া,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের কাটায় পড়ে মোঃশাহ আলম (বোবা শাহ আলম) ৫০ বছর নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
রবিবার (১৪ জানুয়ারী) ফজরের নামাজ শেষে রেল লাইনে হাটতে গিয়ে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ র্দুঘটনা ঘটেছে।
নিহত-মোঃ শাহ আলম প্রকাশ বোবা শাহ আলম(৫০) উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে।সে জন্ম থেকে একজন বাক প্রতিবন্ধী।
মৃত্যূের বিষয়টি নিশ্চিত করছেন বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান।তিনি জানান,ফজরের নামাজ শেষে রেললাইনে হাঁটতে গিয়ে কক্সবাজার এক্সপ্রেস রেলের চাপা পড়ে শাহ আলম নামের বাকপ্রতিবন্ধির মৃত্যু হয়।এসময় শরীর থেকে তার একটি হাতও বিচ্ছিন্ন হয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করি।প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়াযতে মৃত্যুর ঘটনা ঘটেছে।এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।