মোস্তফা কামাল, চকরিয়া ।
চকরিয়ায় পাহাড়ি অঞ্চলে ডাকাতের আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশে তৈরি ২টি বন্দুক, ১টি তাজা কার্তুজ ও ৫টি দা উদ্ধার করা হয়।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ টিম টানা অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ও পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকার শহরমুল্লুকেন ছেলে ওমর ফারুক(২৮) একই এলাকার মোঃ ফয়েজের ছেলে মোঃ জিসান(১৯) নজরুল ইসলামের ছেলে মোঃ মোবারক (২৫) ও জাকের আহমেদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ বার্মাইয়া জসিম (২৬)।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া-লামা সড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ঢালায় ৮-১০ জন ডাকাত দল মিলে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাংচুর ও যাত্রীদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। থানা পুলিশের এস আই জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযানে অস্ত্রসহ ধৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, ডাকাতদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত