জিয়াউল হক জিয়া, স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে তামাক নয়, বেড়েছে সরিষা, গম, ভূট্টা ও ধানের চাষ।
সরে জমিনে গেলে দেখা যায়, উপজেলার বৃহত্তর ইউনিয়ন ডুলাহাজারাতে পরিবেশ বিধ্বংসী তামাক চাষের পরিবর্তে চাষীরা গড়ে তুলেছেন সরিষা, গম, ভূট্টা ও ধান চাষের সবুজ সমারোহ । সরিষার মৌ মৌ গন্ধে যেন আকৃষ্ট হয়ে থাকিয়ে থাকে পথচারী ও প্রতিবেশীরা। সরিষা, গম, ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে চাষীরা।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমন দৃশ্য দেখা যায়। সরিষা, গম ও ভূট্টা চাষের কারনে উপকৃত হচ্ছে ও হবে চাষী এবং রপ্তানীখাত। এমন পরিবেশটি গড়ে তুলেছেন উপ সহকারী কৃষি অফিসার মিরাজুল আমিন মিরাজ । তথ্যটি দিয়ে সহযোগীতা করেন নাম প্রকাশে অইচ্ছুক কথেক চাষীরা।
এ বিষয়ে মিরাজুল আমিন মিরাজ বলেন, ডুলাহাজারাতে মোট আবাদী জমির পরিমান হলো ১৪৭০ হেক্টর। তৎমধ্যে সরিষা চাষ ২৫ কানি, গম চাষ ৬ কানি , ভূট্টা চাষ ৫.৫ কানি বাকি জমিতে রোপিত হলো ধান।
তবে বাংলাদেশ সরকার অত্যাধুনিক কৃষি যন্ত্র উপজেলা প্রশাসনকে দিলে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি ডুলাহাজারাতে রাইচ ট্রান্সফাক্টর অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ২০০ হেক্টর জমিতে কৃষকের ধান রোপন করতে সক্ষম হয়েছি। বর্তমানে রোপিত ধানগুলো অক্ষত অবস্থায় সবুজায়নে ধারণ করেছে। আমি আশাবাদী আগামী বছরে অত্র ইউনিয়নে আরো সরিষা, গম, ভূট্টা চাষ বৃদ্ধি পাবে এমনটাই আশা করছি।