কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দোকানের পুরাতন দেওয়াল ভাঙতে গিয়ে মো. তোফাইল উদ্দিন (২৫) নামের এক শ্রমিকের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের রাখাইন পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তোফাইল নয়াপাড়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চকরিয়ায় ওপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে হারবাং ইউনিয়নে রাখাইন পাড়া ছড়াখালের পানির প্রবাহমান স্রোতের তোড়ে পড়ে ব্যবসায়ী আলা উদ্দিনের দোকান। ওই সময় পানির স্রোতের তোড়ে দোকানের অধিকাংশ দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। পরে দোকানের মালিক মংক্যজু রাখাইন অবশিষ্ট দেওয়াল ভাঙতে বৃহস্পতিবার ৬ জন শ্রমিক দিয়ে কাজ করায়। এসময় দোকান ঘর ভাঙতে গিয়ে অসাবধানবশত তোফায়েল উদ্দিনের উপর দেওয়াল চাপা পড়লে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিক ও বাড়ির লোকজন উদ্ধার করে বরইতলী মা-শিশু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ হারবাংয়ে দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত