জিয়াউল হক জিয়া,চকরিয় |
কক্সবাজারের চকরিয়ায় ১৩০প্যাকেট নকল র্ডাবি সিগারেট সহ মোজাম্মেল হক (৩৫) নামের পাচারকারী এক যুবককে গ্রেপ্তার করেন থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর বিকেলে ৬টার পরে চকরিয়া পৌরসভার সমিতির মার্কেটের পশ্চিম পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত-মোজাম্মেল হক (৩৫) চট্টগ্রামের সাতকানিয়ার খাগুড়িয়া নুর মার্কেট খন্দকার পাড়া দলিলুর রহমানের ছেলে। এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নকল র্ডাবি সিগারেট বিক্রেতা এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পরে ধৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু করেই আদালতে সোপর্দ্দ করেছি।