চকরিয়া প্রতিনিধি।
চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন চালক-হেলপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিরিংগা শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চকরিয়া হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র। বক্তব্য দেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জহির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, পেকুয়া-মগনামা শ্রমিক রোড কমিটি মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া-লামা-আলীকদম শ্রমিক ইউনিয়ন মো. রফিক উদ্দিন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত