চকরিয়া প্রতিনিধি |
কক্সবাজারের চকরিয়ায় চোরাই গরুভর্তি পিকআপ আর ডাম্পার গাড়ীর মুখোমুখি সংর্ঘষে একটি গরু মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ভোররাত ৪টা ৫মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ ইসলামীয়া আরবিয়া দাখিল মাদ্রাসার সামনে এ র্দুঘটনা ঘটেছে। এবিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার এএসআই আনোয়ার হোসেন বলেন,ডুলাহাজারা ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের আব্দু জলিলের ছেলে মোকতার আহমদের গৃহপালিত একটি গরু গোয়াল ঘরে রাতে আধারে চুরি করে পিকআপ (ঢাকামেট্রো ন-১৫-১৮৩০) তুলে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিল।এমতাবস্থায় চকরিয়ামূখি বালুর ডাম্পার গাড়ীর (চট্রমেট্রো ড-৮৫৪৪) মুখোমুখি সংর্ঘষে হলে পিকআপে থাকা গরুটি মারা যান।খবর পেয়ে আমরা গিয়ে র্দুঘটনা কবলিত গাড়ী দু’টি জব্দ করি।তবে গাড়ীতে কোন লোকজন পায়নি।সুতরাং এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। জিয়াউল হক জিয়া