চকরিয়া প্রতিনিধি |
চকরিয়ায় এক বৃদ্ধ কাঠুরিয়া হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন। নিহত কবির আহমদ (৭০) ফাঁসিয়াখালী দক্ষিণ ঘুনিয়া নোয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে প্রতিদিনের মতো জ্বালানি কাঠ সংগ্রহে ব্যস্ত থাকার সময় বন্যহাতির কবলে পড়েন। তিনি বহু বছর ধরে নিজ গ্রাম পার্শ্বস্থ এই বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বলে জানা যায়। এ সময় খবর পেয়ে এলাকার লোকজন হাতির কবল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত